১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

যুক্তরাজ্য থেকে জঙ্গিবিমান কিনছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের কাছ থেকে ২৪টি টাইফুন জঙ্গিবিমান কিনতে একটি চুক্তিতে সই করেছে কাতার। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ও মাইকেল ফ্যালনের সঙ্গে এ চুক্তি করেন কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আত্তিয়াহ। যুক্তরাজ্যের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তির বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন বলেন, ‘যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত মিত্র কাতারের সঙ্গে এটাই হলো প্রথম বড় ধরনের চুক্তি। এটি আমাদের প্রতিরক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এবং আমাদের দুই দেশের মধ্যে আরো নিবিড় সম্পর্ক বাড়ানোর ভিত্তি।’ ‘আমরা আরো আশাবাদী যে, এর মধ্য দিয়ে উপসাগরীয় সব মিত্রবেষ্টিত অঞ্চলে নিরাপত্তা আরো বাড়বে’, যোগ করেন ফ্যালন।
ইউরোফাইটার টাইফুন নামে জঙ্গিবিমানগুলো তৈরি করে যুক্তরাজ্যের আকাশযানবিষয়ক প্রতিষ্ঠান বিএই সিস্টেমস, ফ্রান্সের এয়ারবাস ও ইতালির ফিনমেকানিকা। কী পরিমাণ অর্থ দিয়ে বিমানগুলো কিনছে কাতার, তা প্রকাশ করা হয়নি।
এর আগে ২০১৪ সালে ৬০০ কোটি ডলার দিয়ে ৭২টি টাইফুন জেট কিনতে বিএইর সঙ্গে একটি চুক্তি করেছিল সৌদি আরব। কাতারে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত অজয় শর্মা টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বাড়াতে এ চুক্তি একটি বড় পদক্ষেপ। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সিতেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলতি বছরের জুনে এক হাজার ২০০ কোটি ডলার দিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৫ বিমান কিনতে চুক্তিবদ্ধ হয়েছিল কাতার। এর আগে ২০১৬ সালে ৮০০ কোটি ডলার দিয়ে ফ্রান্স থেকে জঙ্গিবিমান কেনার চুক্তি করেছিল মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ