২২শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:০৭

জুতার ভেতর সোনার বার

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের জুতার ভেতর থেকে লুকায়িত অবস্থায় সাড়ে ৪৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করে। ওই ভারতীয় নাগরিকের নাম আনন্দ সিং। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর প্রদেশে।

কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, গতকাল রাত ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক-ঢাকা রুটের বিজি-০৮৯ ফ্লাইট শাহজালালে অবতরণ করেন। সন্দেহজনক গতিবিধি হওয়ায় ওই যাত্রীর পরিহিত চামড়ার জুতার সোলের ভেতর লুকিয়ে আনা ৪ টুকরা স্বর্ণবারের সন্ধান মেলে। যার ওজন ৪৫৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

এ বিষয়ে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন সহকারী কমিশনার সাইদুল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ