২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৫

সংস্কার হলো নায়করাজের নামফলক

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হওয়ার পর ২০০১ সালে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনে নায়করাজ রাজ্জাকের সম্মানে নামফলক স্থাপন করা হয়। কিন্তু বহু বছর ধরে অযত্নে আর অবহেলায় পড়েছিল এটি। নামফলকে শ্যাওলা আর আশপাশে গাছপালা জন্মানোর কারণে নামফলকটি দেখাই যেত না। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন হওয়ার পরও অনেক দিন পর্যন্ত অবহেলায় পড়ে ছিল ফলকটি। তবে আশার কথা নামফলকটি সংস্কার করা হয়েছে।

সংস্কার কাজের দেখাশোনা করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘আমি অনেকদিন ধরেই দেখছি নায়করাজের বড় অর্জনের এই ফলকটি অযত্ন আর অবহেলায় পড়ে ছিল। আমার দায়িত্ববোধের জায়গা থেকেই এর সংস্কার করছি। তিনি তো চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। রাজ্জাকের মতো এত বড় মাপের অভিনেতার সম্মানে স্থাপিত নামফলক এফডিসিতেই যদি এমন অবহেলা আর অযত্নে পড়ে থাকে, তাহলে বাইরে তাকে কে মনে রাখবে? এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে কাজটি করা।’

তিনি আরো বলেন, ‘এই নামফলকের চারপাশে ফুলের গাছ সুশোভিত থাকবে। এছাড়াও একটি স্পটলাইট থাকবে।’

গত ২১শে অগাস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৭ ৮:৫৯ অপরাহ্ণ