আশিকুর রহমান বাঞ্ছারামপুর (প্রতিনিধি):
কুমিল্লার হোমনা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ কুমিল্লা-১(হোমনা-দাউদকান্দি) আসনের সাবেক সংসদ সদস্য মো. মুর্তুজা হোসেন মোল্লা(৮৩) দাফন সম্পন্ন হয়েছে ।আজ রোববার সকাল সাড়ে ৯ টায় হোমনা উপজেলা পরিষদ মাঠে প্রথম,সকাল ১১ টায় দুলালপুর চন্দ্রমনি বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় ও বেলা ২টায় ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।তিনি গতকাল শনিবার দুপুর ২ টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে— রাজিউন)।বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।হাজার হাজার মানুষ তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য কফিনের নিকট ভীর করো অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানায় । তিনি স্ত্রী,তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
মো. মুর্তুজা হোসেন মোল্লা ১৯৭৩ সালে স্বতন্ত্র প্রর্থী হিসেবে সংসদ নির্বাচনে (মাছ মার্কা প্রতীকে) অংশগ্রহন করেন। সে সময় বিপুল জনপ্রিয়তা থাকা সত্বেও নির্বাচনে আ’লীগের প্রার্থী মোজাফ্ফর আলী সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি গঠন করলে তিনি ১৯৭৮ সালের নির্বাচনে কুমিল্লা-১(হোমনা-দাউদকান্দি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৯ সালে চট্টগ্রাম বিভাগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং ১৯৬৩ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত উপজেলার দুলালপুর চন্দ্রমনি বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । পরবর্তীতে ১৯৯১ সালে আওয়ামীলীগে যোগ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
তাঁর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার,বর্তমানএমপি মো. আমির হোসেন ভূইয়া, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ,সাধারণ সম্পাদক এ.কেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ্এ্যাড. রফিক সিকদার ,পৌর মেয়র এ্যাড.নজরুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন লিটন,ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক সহ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরাম, আ’লীগ,বিএনপি,ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাযায় অংশগ্রহন করে তার রুহের মাগফেরাত কামনা করেন ।
এ দিকে মুর্তুজা হোসেন মোল্লার মৃত্যুতে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডঃ আমিনুল ইসলাম শেরে বাংলা কৃষিবিশ্ব বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ কামাল উদ্দিন আহম্মদ, নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মেরী, জনরন গ্রুপের চেয়ারম্যান মো. জহিরুল হক, বিশ্ব ব্যাংক কর্মকর্তা সালাহ উদ্দিন আহম্মেদ বাবু, ব্যবসায়ী এনামুল হক ইমন,হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, আলহাজ্ব এম আবদুল মোমেন,গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।
এ দিকে বর্ষীয়ান রাজনীতিবিদ মুর্তৃজা হোসেন মোল্লার শেষ বিদায়ে যারা জানাযায় অংশগ্রহন করেছেন এবং সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞাতা জানিয়েছেন মরহুমের বড় মেয়ের জামাতা নরসিংদী জেলার ভার প্রাপ্ত জেলা প্রশাসক মো. মোজাম্মেল হক ।
দৈনিক দেশজনতা/এন এইচ