২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৯

লিপস্টিক ছাড়াই ঠোঁটকে আকর্ষণীয় করে তুলুন

লাইফ স্টাইল ডেস্ক:

দিনের বেলায় বেশি মেক আপ করতে অনেক মহিলারাই পছন্দ করেন না৷ তারা হালকা সাজের মধ্যেই নিজেদের সুন্দর করে পরিবেশন করতে চান৷ তবে তার মানে এই নয় যে তারা বিনা মেক আপেই বেরিয়ে পড়েন৷ মুখের সমস্ত অংশের মধ্যে ঠোঁট একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ৷ তাই সেটাকে কখনোই মেকআপ থেকে বাদ দেওয়া যায় না৷ অনেকেই সকালে ঠোঁটে গাঢ় মেক আপ পছন্দ করেন না অর্থাৎ গাঢ় লিপস্টিক তো একদমই নয়৷ অনেকে আবার লিপস্টিকই পছন্দ করেন না৷ তাই তাদের জন্য রইল লিপস্টিকের বিকল্প কিছু যা তাদের দিনের বেলাতেও স্নিগ্ধ দেখাবে৷

চ্যাপস স্টিক : এটি টিনএজারদের জন্যও একটি ভালো লিপ কালার৷ তবে এটি সকলেই ব্যবহার করতে পারেন৷

পেট্রোলিয়াম জেলি : পেট্রোলিয়াম জেলি প্রধানত ব্যবহার করা হয় শীতকালে ঠোঁটকে ভালো রাখতে৷ তবে যেকোনো ওয়েদারেই এটা সমানভাবে কার্যকরী৷ এটা সারা শরীরেই ব্যবহার করা যায়৷ ঠোঁটকে ভালো রাখতে পেট্রোলিয়াম জেলির বিকল্প নেই৷

অলিভ অয়েল : অলিভ অয়েল ঠোঁটকে ভালো রাখতে একটি উপকারী তেল৷ ঠোঁটের শুষ্কভাব থেকে ঠোঁটকে রক্ষা করতে এর জুড়ি মেলা ভার৷

লিপ গ্লস : লিপ গ্লস, লিপস্টিকের বিকল্প হিসেব একটি অন্যতম মেক আপ কিট৷ এটি ঠোঁটকে উজ্জ্বল করে তোলে৷ চকচকে দেখায় ঠোঁট৷ আর অনেকক্ষণ স্টেও করে৷

এজড বাম : এটি আপনার লিপকে গ্লো করবে কিন্তু লিপস্টিকের মতো নয়৷ এটি লিপস্টিকের একটি অন্যতম বিকল্প৷ যা আপনারা অনায়াসেই সকালে ব্যবহার করতে পারেন৷

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ