১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে পুলিশ আভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি, ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া লোহাগড়ায় এক মাদক ব্যবসায়ীসহ সাতজন, কালিয়ায় এক মাদক ব্যবসায়ীসহ সতজন এবং নড়াগাতী থানা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় জেলার চারটি থানায় ছয়টি মামলা করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ