১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

বাগেরহাটে ট্রাক-বাসের সংঘর্ষে, নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি:

শনিবার ভোরে মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই বাসযাত্রী। তাদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, ওই এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে বনফুল পরিবহনের যাত্রীবাহী ওই বাসটি সজোরে ধাক্কা দেয় । এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ১৩ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল জানান,আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১২:২৩ অপরাহ্ণ