বিনোদন ডেস্ক:
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘কাগজের ফুল’। বুধবার ও বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি। মারুফ রেহমানের রচনায় পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ‘কাগজের ফুল’-এ অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভুইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ, আশিক চৌধুরী, নিকুল কুমার মন্ডল প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, শফিকের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। যুদ্ধ পরবর্তী নানা ঘটনার কারণে তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখেন।
শফিকের পনের বছর বয়সে বাবা মারা যান। মা আর ছোট ভাই শাহীনের দায়িত্ব এখন অনেকটাই শফিকের উপর পড়ে। পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরিও করেছে সে। ভার্সিটি পড়ুয়া শাহীন বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলায় সংসারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়।
একদিন মাকে নিয়ে ডাক্তার ফিরোজের কাছে যায় শফিক। তিনিও মুক্তিযোদ্ধা। তিনি শফিককে কিছু পরামর্শ দেন। সে অনুযায়ী শফিক তার মাকে ঢাকায় রেখে গ্রামে চলে যায়। সেখানে নতুন জীবন শুরু হয় তার, শুরু হয় নতুন গল্প।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

