১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

মোবাইল ফোন কিনতে সন্তান বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক:

মোবাইল ফোন কেনার জন্য ভারতের ওড়িশার এক ব্যক্তি নিজের সন্তানকেই বিক্রি করে দিয়েছেন। পুলিশ মঙ্গলবার বলরাম মুখি নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে বলরাম নিজের অপরাধও স্বীকার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, মোবাইল ফোন সেট কেনার টাকা জোগাতে বাবা নিজের ১১ মাস বয়সের ছেলেকে ২৩ হাজার টাকায় বিক্রি করে দেন। শিশুপুত্রকে ষাটোর্ধ্ব এক দম্পতির কাছে বিক্রি করে বলরাম ২ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন সেট কেনে। আর দেড় হাজার টাকা দিয়ে ৭ বছরের মেয়ের জন্য রূপার অ্যাঙ্কলেট কিনে বাকি টাকা মদ খেয়ে শেষ করে। বলরামকে আটকের পর তার স্ত্রী সুকুটি’কেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই দম্পতির আরও একটি ১০ বছরের ছেলে রয়েছে। ভদ্রক থেকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, নিয়মিত কোনো উপার্জন না থাকায় অর্থের জন্য পাগল হয়ে উঠেছিল বলরাম। একারণে শ্যালককে সঙ্গে নিয়ে সে শিশুটিকে বিক্রির ব্যবস্থা করে।

সেই অঞ্চলেই এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সোমনাথ শেঠি এবং তার স্ত্রীর কাছে বলরাম সন্তানকে বিক্রি করে দেয়। জানা যায়, ওই দম্পতি সদ্যই ২৪ বছরের ছেলেকে হারিয়ে শোকে পাথর ছিলেন। আর তাই ছেলের শোকে শয্যাশায়ী স্ত্রীকে সান্তনা দিতে মুখির ছেলেকে কিনে নেন সোমনাথ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ