১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

আরাফাত ট্রেডিং-এ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

আরাফাত ট্রেডিং-এ ০৩ জন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা :

-সিএসই/ EEE/ সিএস/ আইটি/ আইসিটি তে স্নাতক
-সিএসই/ EEE/ সিএস/ আইটি/ আইসিটি তে ডিপ্লোমা অথবা সমমান/ কম্পিউটারে ভাল ধারণা সম্পন্ন বাণিজ্যে স্নাতক ডিগ্রীধারীরাও আবেদন করতে পারবেন
-কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা
-বয়স ২০ থেকে ৩০ বছর
-ডাটা এন্ট্রি (বিশেষত ট্যালি ইআরপি) এবং লেভেল প্রিন্ট এবং তাদের সংগঠিত করার ব্যাপারে ধারণা থাকতে হবে।
-প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।
-মোবাইল এ্যাপ্লিকেশন ব্যবহারের ভাল ধারণা থাকতে হবে।
-ইংরেজী ও বাংলা উভয় ভাষায় ভাল দখল থাকতে হবে।
-ভালো মৌখিক এবং লিখিত দক্ষতার সাথে ইংরেজী ও বাংলাতে ভাল দখল থাকতে হবে।
-উদ্যমী, সক্রিয়, নিবেদিত, সময়নিষ্ঠ এবং কঠোর পরিশ্রমী হতে হবে।

কর্মস্হল : জয়পুরহাট

বেতন সীমা : আলোচনা সাপেক্ষ

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০১৭

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অথবা আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন khalidshazzad@icloud.com

আগ্রহী প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানাতে তাদের আপডেট সিভি (পাসপোর্ট সাইজ ছবি সহ) প্রেরণ করার জন্য আহ্বান করা হলো। আরাফাত ট্রেডিং, থানা রোড, জয়পুরহাট – ৫৯০০ মোবাইল: ০১৭১১-৮০৫৭৫৭

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ