১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

বিশ্রাম শেষে আবারো শুটিং শুরু করেছেন মোশাররফ

বিনোদন ডেস্ক:

টানা কাজ করার সুনাম রয়েছে মোশাররফ করিমের। বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় খেসারতও দিতে হলো এ অভিনেতাকে, যেতে হয়েছিল হাসপাতালে। সম্প্রতি আবারো কাজে যোগ দিয়েছেন তিনি।  জনপ্রিয় নাটক ‘যমজ’ সিক্যুয়ালের সেটে ২৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়েন মোশাররফ করিম। তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। পরদিন রাতে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়।

ওই সময় চিকিৎসক সাতদিন পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন মোশাররফকে। এ কারণে প্রচার হতে পারেনি ঈদুল আজহার জন্য নির্ধারিত কিছু নাটক। বিশ্রাম শেষে আবারো শুটিং শুরু করেছেন মোশাররফ। সোমবার তাকে দেখা গেল উত্তরার একটি শুটিং হাউসে। সেখানে শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’ ধারাবাহিকের শুটিং করছেন। এর আগে অবশ্য সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’ ধারাবাহিকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান মোশাররফ করিম।

এ প্রসঙ্গে মোশাররফ করিম জানান, কাউকেই সিডিউল জটিলতায় ফেলতে চান না। কিন্তু ঈদের আগে শারীরিক অবস্থা খারাপ থাকায় সিডিউলে কিছুটা গরমিল হয়ে গেছে। এখন আগে শুরু করা নাটকগুলো একে একে শেষ করছেন।

এ অভিনেতার স্ত্রী জুঁই জানান, মোশাররফ এখন পুরোপুরি সুস্থ। আগে যেমন একসঙ্গে অনেক কাজ করতেন, কাজের চাপ নিয়েছেন এসব এখন আর করতে পারবেন না। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তাকে।

এদিকে নতুন একটি সিরিয়ালেও অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। শাহজাদা মামুন পরিচালিত ধারাবাহিকটির নাম ‘শুকনো পাতার নূপুর’। এর মধ্যে ধামরাইয়ে শুরু হয়েছে শুটিং। ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নাটকটির জন্য সিডিউল দিয়েছেন মোশাররফ করিম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৭ ১১:১৬ পূর্বাহ্ণ