১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

চাঙ্কি পান্ডের প্রতি কৃতজ্ঞ সানি লিওন

বিনোদন ডেস্ক:

পর্ন ছবির অভিনেত্রী বলে তার পাশে কেউ দাঁড়াতে চাননি। জাত যাওয়ার ভয়ে! সানি লিওন তখন বলিউডে নতুন। প্রথম অ্যাওয়ার্ড শো-তে গিয়েছেন। উদ্যোক্তারা তাকে মঞ্চে তুলতে চাইছিলেন অন্য কোনো অভিনেত্রী বা অভিনেতার সঙ্গে। এটাই নিয়ম। কিন্তু তার ক্ষেত্রে কেউ রাজি হচ্ছিলেন না। এবিপি আনন্দ’র খবরে বলা হয়, নেহা ধুপিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সানি জানিয়েছেন- প্রথম প্রথম যখন কেউ বলিউডে পা রাখেন, তাকে নিয়ে একটা জড়তা থাকে। বিশেষ করে তার অতীত যদি ততটা পছন্দ না হয়। তার পর্ন ছবির অতীতের কারণে তাকে ঘিরে কৌতূহল ছিলই। কিন্তু নারীরা খুব একটা পছন্দ করতেন না। সেদিন তাই মঞ্চের পেছনে অনেকক্ষণ তাকে বসে থাকতে হয়, অপেক্ষায়। কারণ উদ্যোক্তারা কাউকে পাচ্ছিলেন না, যার তার সঙ্গে মঞ্চে উঠতে আপত্তি নেই। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে শেষমেষ এগিয়ে আসেন। তাকে সানির ব্যাপারে জানাতে রাজি হয়ে যান। চাঙ্কির সঙ্গেই মঞ্চে ওঠেন সানি। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার পরে এ ব্যাপারে তাকে জানান। এখন সানি লিওন বলিউডে নিজস্ব জায়গা করে নিয়েছেন। আর কারো তার প্রতি ছুঁতমার্গ নেই। প্রথমবার পাশে এসে দাঁড়ানোর জন্য চাঙ্কির প্রতি তিনি এখনও কৃতজ্ঞ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৪:৪৩ অপরাহ্ণ