১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭
AFP_S703L

অস্ট্রেলিয়াকে মাত্র ৮৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

 স্পোর্টস ডেস্ক:

ঢাকায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে উড়তে থাকা বাংলাদেশ চট্টগ্রামে এসে খেই হারিয়ে ফেলল। মুশফিকুর রহীমের দল দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে গিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ৮৬ রানের টার্গেট দিতে পেরেছে। অফ স্পিনার ন্যাথান লায়ন বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়ে নায়ক। তিনি ৬০ রানে ৬ উইকেট পেয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট তুলেছেন। স্বাগতিকরা চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার শেষ উইকেট ফেলে দিয়ে ভালো শুরু পেয়েছিলো। ব্যাটিংয়ে নেমে সব ভালো আঁধার কালো হয়ে যায়। বাংলাদেশ টপ অর্ডারদের ব্যাখ্যাহীন ব্যর্থতায় মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। অধিনায়ক মুশফিকুর রহীম, সাব্বির রহমান ও মুমিনুল হক চেষ্টা করেন খাদের কিনারা থেকে দলকে উদ্ধারের। তিনজন যথাক্রমে ৩১, ২৪ ও ২৯ রান করলে কেবল লজ্জার হাত থেকেই বাঁচা গেছে এর কারণে অস্ট্রেলিয়ানদের চ্যালেঞ্জিং টার্গেট দেওয়া যায়নি।

প্রথমে  মুশফিকুর রহীম ও সাব্বির রহমান বিপর্যয়ে পড়া দলকে সামাল দিয়েছিলেন। সবাই এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়েছিলো। তারা প্রতিরোধও তৈরি করেছিলেন। আবারও সেই ন্যাথান লায়নের বলে বাংলাদেশের উইকেট পড়ে। সাব্বির রহমান আউট হন তখন বাংলাদেশের ৯৭ রানে পড়ে দলের ৬ষ্ঠ উইকেট। মুশফিকুর রহীম ও মুমিনুল হক তবু আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন। দুজনেই আউট হয়ে যান চা বিরতির আগে। এর আগে ওই প্যাট কামিন্সই দ্বিতীয় স্পেলে মুশফিককে ৩১ রানে আউট করেন।

সৌম্য সরকারের ১১ রানের মাথায় আউট দিয়ে শুরু। সৌম্য ৯ রানে রাউন্ড দ্যা উইকেটে বল করতে থাকা পেসার প্যাট কামিন্সের ট্রাপে পড়ে স্লিপে ক্যাচ দেন। তামিম ৩২ রানের মাথায় লায়নের বলে অকারনে এগিয়ে এসে ষ্টাম্পিং হন। ইমরুল কায়েসের ব্যাটের খরা আরও দীর্ঘস্থায়ী হয় তার নিজেরই খামখেয়ালীপনায়। লায়নের বলটি জায়গায় দাঁড়িয়ে সোজা ম্যাক্সওয়েলের হাতে তুলে দেন। সাকিবের ব্যাট এই টেস্টে হাসেনি। তিনিও লায়নের বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফেরেন। চার নম্বরে ব্যাট করতে নামা নাসির হোসেনকে স্টিভ ও’কিফ ছেঁটে ফেলেন। নাসির মাত্র ৫ রান করেছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৫৭/১০ ( মুশফিক ৩১, মুমিনুল ২৯; লায়ন ৬/৬০)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩৭৭/১০ (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম্ব ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০*; মোস্তাফিজ ৪/৮৪, মিরাজ ৩/৯৩, তাইজুল ১/৭৮, সাকিব ১/৮২)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩০৫/১০ (মুশফিক ৬৮, সাব্বির ৬৬; লায়ন ৭/৯৪)

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৭ ৪:৩৭ অপরাহ্ণ