নিজস্ব প্রতিবেদক:
সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন এন্ড ট্রেনিং (সোপিরেট) একটি জাতীয় পর্যায়ের ক্রম অগ্রসরমান বেসরকারি উন্নয়ন সংস্থা যা বিগত ১৯৮৫ সাল হতে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি এমআরএ সনদপ্রাপ্ত ও পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোক্রেডিট) জন্য শাখা ব্যবস্থাপক পদে সংস্থার কর্মএলাকায় জরুরী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।
-স্নাতক/ স্নাতকোত্তর
-কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্টানে নূন্যতম ৩ বছর শাখা পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন
-ক্ষুদ্রঋণ কর্মসূচীতে PKSF-এর সহযোগী সংস্থায় স্বপদে নূ্ন্যতম ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা
-কম্পিউটার বিষয়ে (MS Word, MS Excel, Internet, E-mail etc.) জ্ঞানসম্পন্ন
-বয়স ৩৫ বছর অথবা এর নীচে
-শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
-মোটর সাইকেল চালানোয় দক্ষ ও বৈধড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
-নিজস্ব মোটরসাইকেল থাকলে প্রার্থীকে অগ্রাধিকার
কর্মস্হল : কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর
বেতন সীমা : ১৮,০০০ – ২০,০০০ টাকা
আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ১৪, ২০১৭
আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীগণকে উক্ত তারিখে বিকাল ৫টার মধ্যে নির্বাহী পরিচালক, বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্যতোলা ২কপি পাসপোর্ট সাইজ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ (সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি) সোপিরেট-এর প্রকল্প প্রধান কার্যালয়; শেখ রাসেল সড়ক,সমসেরাবাদ, লক্ষীপুর-৩৭০০.এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।
খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংস্থা সংরক্ষণ করে।
দৈনিকদেশজনতা/ আই সি