নিজস্ব প্রতিবেদক:
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) জাতীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা, ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগনের জন্য বিভিন্ন উন্নয়নমূলক আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে Hello I Am প্রকল্পে প্রজেক্ট ৬ জন এসোসিয়েট পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
যোগ্যতা :
-স্নাতক পাশ
-কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.৫ এর কম গ্রহণযোগ্য নয়
-এনজিওতে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রম বা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা
-বয়স ৩৫ বছর অথবা এর নীচে
কর্মস্হল : নেত্রকোনা (দুর্গাপুর-৩ জন), সুনামগঞ্জ (ধরমপাশা-৩ জন)
বেতন সীমা : ১৩,৬৫০ টাকা। মোবাইল বিল ৩০০/-ও বিশেষভাতা ৭০০/-টাকা প্রযোজ্য হবে। এছাড়া মাঠ পর্যায়ে ভ্রমণের জন্য প্রকৃত যাতায়াতভাতা প্রযোজ্য হবে। DSK-র চাকুরি বিধিমালা অনুযায়ী উৎসব বোনাস, পি.এফ, স্বাস্থ্যবিমা ও গ্র্যাচুয়িটি সুবিধা থাকবে।
আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ১৭, ২০১৭
আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদেরকে ১কপি ছবি, সনদপত্রের অনুলিপি সহ আগামী ১৭-৯-২০১৭ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে লিখিত আবেদনপত্র উল্লেখিত পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর (যদি থাকে) লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন পাঠানোর ঠিকানাঃ
বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।
দৈনিকদেশজনতা/ আই সি