বিনোদন ডেস্ক:
সেন্সর ছাড়পত্র পাওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছিল, ৩ নভেম্বর মুক্তি পাবে ‘ডুব’ যার ইংরেজি টাইটেল ‘নো বেড অব রোজেস’। তবে আনুষ্ঠানিকভাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কখনোই জানাননি ছবিটি কবে মুক্তি পাচ্ছে। সোমবার রাতে ফেসবুকে ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানালেন সে খবর। দুজনেই বললেন, ‘তাহলে কালকেই (মঙ্গলবার) জানা হয়ে যাক ডুবের রিলিজ ডেট? নাকি?’ স্থপতি-নির্মাতা শাকুর মজিদ প্রশ্ন করেন, সিনেমাটি কি ৩ নভেম্বর মুক্তি পাবে? উত্তরে ফারুকী জানালেন, তারই আগে মুক্তি পেতে পারে ‘ডুব’।এখন অপেক্ষার পালা ফারুকীর ঘোষণায় কী চমক অপেক্ষা করছে।
এদিকে শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে সিনেমাটির গান ‘আহা জীবন’-এর ভিডিও। সম্প্রতি রাজধানীর মধুমিতা হলে গানটির চিত্রায়ন হয়েছে। ‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে অনাপত্তি পত্র পায় ‘ডুব’। কিন্তু মেহের আফরোজ শাওনের আপত্তিতে তা স্থগিত হয়। এ অভিনেত্রী-নির্মাতা আশঙ্কা প্রকাশ করেন, প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। যার কারণে সিনেমাটি মুক্তি পেলে নানা ধরনের বোঝাবুঝি হতে পারে। সব জটিলতা কাটিয়ে আগস্টের প্রথম সপ্তাহে সেন্সর ছাড়পত্র পায় ‘ডুব’। অবশ্য এর আগে চীন ও রাশিয়ার দুটি উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। লাভ করে একটি পুরস্কার।
দৈনিক দেশজনতা/এন এইচ