১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

লায়নের প্রথম বলেই মুশফিক আউট

স্পোর্টস ডেস্ক:

দ্বিতীয় দিনের প্রথম ৩০ মিনিট দেখেশুনেই খেলছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও নাসির হোসেন। কিন্তু দিনের পঞ্চম ওভারেই ঘটল বিপত্তি। বল করতে এসেই ন্যাথান লায়ন বোল্ড করে দিয়েছেন মুশফিককে। ২৬৫ রানে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

আগের দিনে ৬২ রানে অপরাজিত মুশফিক এদিনও খেলছিলেন ধীর সুস্থে। অফ স্পিনারের লায়নের বলটি ফ্রন্টফুটে রক্ষণাত্মক ভঙ্গিতেই পুশ করেছিলেন। কিন্তু ইনসাইড এজ হয়ে তা চলে যায় ষ্টাম্পে। শেষ হয়ে যায় ১৬৬ বলে মুশফিকের ৬৮ রানের লড়াকু ইনিংস। মুশফিককে আউট করে ইনিংসে নিজের ৬ষ্ঠ উইকেট তুলে নিয়েছেন লায়ন।

প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৫৩ রান তুলেছিলো বাংলাদেশ। সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেয় টাইগাররা। ঢাকায় প্রথম টেস্ট ২০ রানে জিতে সিরিজে এরমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে মুশফিকুর রহীমের দল।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ