২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১২

পোস্ত’র বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে যিশুর বদলে বাপ্পী

নিজস্ব প্রতিবেদক:

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ভারতীয় বাংলা ‘পোস্ত’র বিপরীতে বাংলাদেশ থেকে যাচ্ছে  অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি। ছবিগুলো সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি ‘সাফটা’র আওতায় আদান-প্রদান হচ্ছে।‘পোস্ত’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী ও পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে লাইভ টেকনোলজিস প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি, মিম, মিশা সওদাগর ও ডন। তাই বলা যায় যিশুর বদলে যাচ্ছেন বাপ্পি। খান ব্রাদার্সের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা পোস্ত মুক্তি দিব ২২ সেপ্টেম্বর। মাস খানেক আগে আমরা ছবিটির সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। আমরা আসলে একটি ভাল তারিখের জন্য অপেক্ষা করছিলাম এতদিন।” ‘আমি তোমার হতে চাই’ কলকাতায় আমদানি করছে এসকে মুভিজ। ‘পোস্ত’র মুক্তির তারিখ ঠিক হলেও ‘আমি তোমার চাই’র মুক্তির তারিখ ঠিক হয়নি।‘পোস্ত’ প্রযোজনা করেছে উইন্ডোজ। এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় নির্মাতা জুটির ‘বেলাশেষে’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের সিনে বাজারে ধারাবাহিকভাবে সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শিবপ্রসাদ ও নন্দিতা। ‘পোস্ত’ চলতি বছরের অন্যতম হিট সিনেমা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ৮:০৪ অপরাহ্ণ