১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪০

পারিশ্রমিকে নায়কদের চেয়ে এগিয়ে দুই নায়িকা

বিনোদন ডেস্ক:

অনেক তারকা দীর্ঘদিন ধরেই করে এসেছেন বলিউডে নায়কদের দাপটই চলে, নায়িকাদের কথা শোনাই হয় না—এ অভিযোগ। এমনকি ছবির পারিশ্রমিকের ক্ষেত্রেও সেই ফারাক চোখে পড়ে। অভিনেতারা যা পারিশ্রমিক হিসাবে পান তার চেয়ে অভিনেত্রীদের অর্থের পরিমাণ অনেকটাই কম থাকে। যদিও এ চিত্ররা সম্প্রতি একটু ভিন্ন দিকেই মোড় নিয়েছে। আর সেই মোড়ে যে দু’জন অভিনেত্রীর নাম উঠে এসেছে তারা হলেন— দীপিকা ও প্রিয়াঙ্কা। এমনিতেই দীপিকা-প্রিয়াঙ্কাকে নিয়ে বলিউডে চর্চা হতেই থাকে। দুই তারকাই বলিউডে যেমন নিজেদের জায়গা করেছেন, তেমনই বিদেশের মাটিতেও সমানে টক্কর দিয়েছেন একে অপরকে। আর এবার তো এ দুই তারকা বলিউডের অভিনেতাদেরই টেক্কা দিয়ে দিলেন কিছু ক্ষেত্রে।

কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, পুরস্কার থেকে বিজ্ঞাপন অথবা সিনেমার দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কা কিন্তু পরিচালকের পছন্দের একেবারে প্রথম তালিকাতেই রয়েছেন। এমন দুই তারকার বেশি পারিশ্রমিকই তো পাওয়ার কথা। তাই বলে বলিউডের বহু নায়কদের টপকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১২:২৮ অপরাহ্ণ