১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

ভারতে এবার ‘চুমু বাবা’

আন্তর্জাতিক ডেস্ক:

জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন ‘বাবা’ গুরমিত রাম রহিম। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ‘বাবা’দের কীর্তি নিয়ে চলছে জোর চর্চা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেরুয়া বসনধারী ‘চুমু বাবার’ ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হাইওয়ের ধারে প্রকাশ্যে এক তরুণীকে চুমু খাচ্ছেন। ভারতে তা নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।  ওই তরুণী ছবিটি ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে এসেছেন। যারা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তিনি পুলিশের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। ওই তরুণী দিল্লির বাসিন্দা। ৩০ আগস্ট হজ কাজি থানায় অভিযোগ দায়ের করেছেন। তরুণীর দাবি, তার সামনে বিয়ে। তার বদনাম করার জন্য ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে ওই তরুণীর সঙ্গে ছিলেন বাবা হরমেল দাস। তরুণী জানিয়েছেন তাকে অবশ্য চেনেন ।
তরুণীর অভিযোগ, কয়েকদিন প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই আক্রোশ মেটাতে প্রতিবেশী যুবক ছবিটি ভাইরাল করেছে। এদিকে হরমেল বাবাকে আশ্রম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার দাবি, তিনি নির্দোষ কেউ তাকে ফাঁসাতে এমন কাজ করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১২:১৭ অপরাহ্ণ