২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

দ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটি প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আরও ক্ষেপণাস্ত্র মহড়ার প্রস্তুতি চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়া সোমবার মহড়া চালায়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, সোমবার দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মহড়া চালিয়েছে। এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার যুদ্ধ বিমানের মহড়া চালনো হয়।
দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আরও মহড়ার প্রস্তুতি চলছে।

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা পরীক্ষার ঘটনায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। এতে দেশটির ওপর নতুন অবরোধ আরোপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া স্থানীয় সময় রোববার বেলা ১২টার দিকে একটি হাউড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এতে দেশটির কিলজু প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ