১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছে

মাদারীপুর প্রতিনিধি:  

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। সোমবার সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যানবাহনের চাপ দেখা যায়। বেলা যতই বাড়ছে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা দুটি ডাম্ব ফেরি প্রায় ৪০টি যানবাহন নিয়ে নাব্যসঙ্কটে মাঝ পদ্মায় ডুবোচরে আটকা পড়েছে। এদিকে গত শুক্রবার থেকে পদ্মা নদীতে নাব্য সঙ্কটে বন্ধ রয়েছে ৪টি রো রো ফেরিসহ ৬টি ফেরি। বাকি ১৪টি ফেরি বিকল্প চ্যানেল দিয়ে চলাচল করায় সময় লাগছে দ্বিগুণেরও বেশি। ফলে নিয়মিত যানবাহন পারাপার হতে না পারায় ঘাটে সৃষ্টি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, যাত্রী ও যানবাহন পারপারে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঈদ উপলক্ষে ২০টি ফেরি চলাচল করলেও নাব্য সঙ্কটে ১৪টি এখন চলছে। বিআইডব্লিউটিএ ইতোমধ্যে নাব্য সঙ্কট সমাধানে ড্রেজিং কাজ শুরু করেছে। কর্তৃপক্ষের পরামর্শ  কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারী যানবাহন ও যাত্রীবাহী বাসকে অন্য রুট ব্যবহার করার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১১:৪১ পূর্বাহ্ণ