১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থী সহকারী ব্যবস্থাপক/ সহকারী ব্যবস্থাপক পদে লোক নিয়োগের জন্য আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

যোগ্যতা :

-স্নাতকোত্তর পাস

-এ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং, ইংরেজি, জার্নালিজম, কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার

-সংশ্লিষ্ট পদে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞ বা বিশেষ করে শাখা ব্যবস্থাপক হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং ক্ষেত্র বিশেষে উচ্চতর বেতন-ভাতাসহ উচ্চতর পদে নিয়োগ দেয়া হবে।

মাঠ পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা সহ দাপ্তরিক কাজে অধিক সময় কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

-মটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

-মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সসহ চালানোর দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

-বয়স ৩০ বছর অথবা এর নীচে

-অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্হল : চাঁপাইনবাবগঞ্জ

বেতন : প্রথম এক মাস পর্যবেক্ষণকালে সর্বসাকুল্যে ৫,০০০/- টাকা। দুই পর্বে এক বছর প্রশিক্ষণকাল যার প্রথম পর্বে মাসিক ১৬,২৫০/- টাকা, দ্বিতীয় পর্বে মাসিক ১৭,৫০০/- টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২০,৭১০/- টাকা।

প্রশাসনিক নীতিমালা মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধাদি সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস বছরে ৩টি, বাৎসরিক ইনক্রিমেন্ট, শিক্ষা ভাতা, মৃত্যু ও স্বাস্থ্য বীমা ইত্যাদি প্রযোজ্য হবে।

আবেদনের শেষ তারিখ : সেপ্টেম্বর ২৭, ২০১৭

আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদের নাম, পিতা, মাতা, স্বামী/স্ত্রীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইমেইল/মোবাইল/টেলিফোন নম্বর উল্লেখপূর্বক অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাহী পরিচালক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, বেলেপুকুর, চাঁপাইনবাবগঞ্জ-৬৩০০ বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

নির্বাচিত প্রার্থীগণকে চাকরিতে যোগদানের সময় এক মাসের বেতন-ভাতা সমপরিমান অর্থাৎ ১৬,২৫০/- টাকা নগদ ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে।

শুধুমাত্র বাছাইকৃত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য উল্লে¬খিত ঠিকানায় সকল সনদপত্রের মূলকপি সহ উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষার সময়সূচী মোবাইল/ই-মেইল মাধ্যমে যথা সময়ে জানানো হবে।

পরীক্ষায় অংশগ্রহণের সময় রেজিস্ট্রেশন বাবদ নগদ ৫০০/- টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৭ ১০:৪৮ পূর্বাহ্ণ