১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

ঈদে ঘর রাখুন সুবাসিত!

লাইফ স্টাইল ডেস্ক:

কুরবানির ঈদ আসলেই অনেকের মাথাব্যথা শুরু হয়ে যায় ঘর কীভাবে গন্ধমুক্ত এবং একদম ফ্রেশ রাখবেন! ঈদের আগের দিন থেকেই ঘরে গুমোট গন্ধে ভরে যায়। আর ঈদের দিন সকাল থেকেই বসার ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সবখানেই কাঁচা মাংস এবং রক্তের গন্ধে একাকার হয়ে যায়। তাই সহজ কিছু উপাদানে কীভাবে খুব সহজেই ঘরের এবং রান্নাঘরের দূর্গন্ধ দূর করবেন, জেনে নিন এই ফিচারে।

১/ ব্যবহার করুন লেবু এবং পানির মিশ্রণ :

ঘরে থাকা পুরনো কোন স্প্রে বোতল উদ্ধার করে ফেলুন প্রথমেই। এরপর সম্পূর্ণ একটা লেবুর রস এবং সমপরিমাণ পানি ভালোভাবে মিশিয়ে বোতলে নিয়ে নিন। দূর্গন্ধ দূর করতে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন কয়েকবার করে। দেখবেন ঘর সুবাসিত হয়ে গেছে নিমেষেই।

২/ সহজ কিছু উপাদানে রান্নাঘর রাখুন ফ্রেশ :

কুরবানির ঈদের দিন কাঁচা মাংস এবং রক্তের গন্ধে রান্নাঘর একদম গুমোট হয়ে ওঠে। খুব সহজেই প্রতিদিনের রান্নায় প্রয়োজনীয় কিছু উপাদান দিয়ে চমৎকারভাবে আপনার রান্নাঘরকে করে ফেলতে পারবেন একদম ফ্রেশ। দারুচিনি, লবঙ্গ, আদা এবং যদি সম্ভব হয় তবে কিছু ভেষজ পাতা এক কেটলি পানিতে দিয়ে চুলায় বসিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন যেন কেটলির পানি ফুটতে শুরু করে। পানি ফুটতে শুরু করলে চুলার আঁচ কমিয়ে দিন যেন কেটলির পানিতে হালকা বুদবুদ উঠতে থাকে। সুবাসিত তেল যদি ঘরে থাকে তবে কিছুটা দিয়ে দিতে পারেন।

৩/ তুলার বল এবং ভ্যানিলা এক্সট্র্যাক্ট ঘরকে রাখবে সুবাসিত :

ঈদের দিনে মেহমান তো আসবেই বাসাতে। কিন্তু ঘর একদম স্যাঁতস্যাঁতে আর গন্ধ হয়ে আছে? তবে চটজলদি ঘরের গন্ধ দূর করার জন্য লাগবে শুধুমাত্র দুইটি উপাদান। প্রথমে তুলার বল নিন এবং এতে বেশ কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে ভিজিয়ে নিয়ে ঘরের কোন একটা কোনায় রেখে দিন। তুলার বল না থাকলেও সমস্যা নেই। একটা ছোট বাটিতে পানি নিয়ে তাতে দিয়ে দিন ভ্যানিলা এক্সট্যাক্ট। ঘর সুবাসিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।

৪/ ঘরোয়া গাছ ব্যবহার করুন সবসময় ;

নাসা (the National Aeronautics and Space Administration) এই সিদ্ধান্তে এসেছে যে কিছু ঘরোয়া গাছ ঘরের আবহাওয়াকে দারুণ রাখে তো বটেই, ঘরের বাতাসে ভেসে থাকা এমন কিছু বিষাক্ত পদার্থ দূর করতেও সাহায্য করে থাকে যা কিনা ক্যানসারের ঝুঁকি বাড়াতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে এবং ঘরের বাতাস ফ্রেশ রাখতে ঘরোয়া কিছু গাছ ব্যবহার করুন সবসময়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ