শিল্প–সাহিত্য ডেস্ক:
শুভেচ্ছা
কবীর হাসান
এই যে সমাজ সেবক আপনাকেই বলছি,
এবার ঈদের শুভেচ্ছায়
মাঠে-ঘাটে, দেয়ালে-পোষ্টারে
কত বস্তা টাকা ব্যয় করলেন ?
মঞ্চে দাড়িয়ে আপনাদের মিষ্টি ভাষণ,
দু’এক জন অনাথের কাঁধে হাত রেখে
ছবি প্রদর্শন,
নিজের জন্য নিজেই হাত তালি,
আর কত কাল দিবেন ?
মাইরি ! আপনারা পারেন !
এই যে নেতা মশাই, সমাজের বিবেক,
আপনি কি জানেন
শত লাঞ্ছনা-বঞ্চনা বুকে নিয়ে
যে শিশুটি আজ থাল হাতে-
রাস্তায় কুকুরের মত ঘুরঘুর করছে,
সেই একদিন বড় হয়ে-
আপনার মগজে বুলেট টার্গেট করবে ?
জানি, সবই আপনাদের জানা,
তবুও এক মুঠো ভাতের পরিবর্তে