২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

ময়মনসিংহ ১১তম শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহকে দেশের ১১তম শিক্ষা বোর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানা গেছে।

ওই আদেশে বলা হয়েছে, সরকার ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশের ক্ষমতাবলে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠন, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং উন্নয়নের উদ্দেশ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ’ গঠন করেছে। এটি হবে ময়মনসিংহ শহরে।

নতুন বোর্ড গঠনের ফলে উল্লেখিত জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর নিয়ন্ত্রণ হারাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

দেশের বর্তমান শিক্ষাবোর্ডগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, যশোর, কুমিল্লা ও দিনাজপুর, মাদরাসা, ও কারিগরি শিক্ষা বোর্ড। ময়মনসিংহ শিক্ষা বোর্ডকে নিয়ে এ সংখ্যা ১১তে উন্নীত হল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ