১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১৫

বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জীব চৌধুরী আর নাই

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চোধুরী আর নাই। আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জানা যায়, তিনি গোপীবাগের নিজ বাসভবনের সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয় আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং বহু গুণগ্রাহী রেখে যান। মৃতের দেহ আগামিকাল সকাল পোস্তাগোলা শশ্মানে দাহ করা হবে।

শামসুদ্দিন দিদার জানান, সঞ্জীব চৌধুরীর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সঞ্জীব চৌধুরী বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ