১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট :ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

চামড়া পাচার রোধে ঢাকার ১৩ পয়েন্টে চেক পোস্ট থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শুক্রবার সকালে রাজধানীর আফতাব নগর গরুর হাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, কোরবানির পর পশুর চামড়া নিয়ে মৌসুমি ব্যবসায়ীরা যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে কঠোর নজর দেবে পুলিশ। ঢাকার ১৩টি পয়েন্টে চামড়া পাচার রোধে কাজ করবে পুলিশ।

তিনি আরো বলেন, হাট ও বিপনী বিতানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার কারনে এখনও কোনো অপরাধমূলক কাজ সংগঠিত হয়নি। ঢাকা শহরের অনেকগুলো হাট পরিদর্শন করেছি। কোথাও কোনো ধরনের ছিনতাই, রাহাজানি, অজ্ঞানপার্টি, মলম পার্টির, চাঁদাবাজির মতো কোনো অপরাধ সংগঠিত হয়নি।

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও তদারকির কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা শহরে ৬০০ জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেস্টনির মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতে আর্চওয়ের ভিতর দিয়ে মুসল্লিদের প্রবেশ করতে হবে। তাছাড়া মহাসড়কের যানজট নিরসনেও পুলিশ কাজ করে যাচ্ছে।

এসময় ডিএমপির উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ