২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করতে সেলফি অ্যাপ

স্বাস্থ্য ডেস্ক:

অগ্ন্যাশয়ের ক্যান্সার শনাক্ত করতে নতুন একটি সেলফি অ্যাপ উন্মোচন করেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের এক দল গবেষক।

‘বিলিস্ক্রিন’ নামের অ্যাপটি দিয়ে সেলফি তোলা হলে তা কম্পিউটার ভিশন অ্যালগরিদম ও মেশিন লার্নিং টুলের মাধ্যমে ব্যক্তির সেলেরা বা চোখের সাদা অংশে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি শনাক্ত করতে পারবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের প্রতিবেদনে।

অগ্ন্যাশয়ের ক্যান্সারসহ আরও বেশকিছু রোগের লক্ষণ হল জণ্ডিস। ত্বক ও চোখে হলদেভাব দেখে এটি বোঝা যায়। রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধির কারণে এটি হয়ে থাকে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ত্বকের চেয়ে চোখের সাদা অংশ বেশি স্পর্শকাতর। ফলে বিলিরুবিনের পরিবর্তন চোখে ভালো বোঝা যায়। আর এটি অগ্ন্যাশয়ের ক্যান্সার ও হেপাটাইটিসের জন্য সতর্ক সংকেত।

গবেষক দলের প্রধান অ্যালেক্স মারিয়াকাকিস বলেন, ‘অগ্ন্যাশয় ক্যান্সারের সমস্যা হল আপনি যখন লক্ষণগুলো বুঝতে পারেন সাধারণত তখন অনেক দেরি হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আশা করা হচ্ছে, নিজের বাড়িতে গোপনীয়তা বজায় রেখে ব্যবহারকারী যদি মাসে একবার এ পরীক্ষাটি করেন, অনেকে আগে থেকেই এটি শনাক্ত করতে পারবেন এবং চিকিৎসার মাধ্যমে তাদের জীবন বাঁচতে পারবেন।’

৭০ জন ব্যক্তিকে দিয়ে অ্যাপটি পরীক্ষা করা হয়েছে। বর্তমান রক্ত পরীক্ষার তুলনায় ৮৯.৭ শতাংশ ক্ষেত্রে সঠিক ফলাফল পেয়েছেন তারা। গবেষকদের ধারণা, সহজে ব্যবহারযোগ্য বিলিস্ক্রিন অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত রোগী, যাদের নিয়মিত বিলিরুবিন পরীক্ষা করতে হয় তাদের ঝামেলা কমাতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ