১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

সালমান শাহর গান নাটকে পারফর্ম করলেন মৌসুমী হামিদ

নিজস্ব প্রতিবেদক:

এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী। পাখি শোনাবে যে গান, সুরে ভরে দেবে প্রাণ। ফুল দেবে ছড়িয়ে সুরভি।’— সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অন্তরে অন্তরে’র গান এটি। পরিচালনা করেছিলেন শিবলী সাদিক। এবার গানটির সঙ্গে নাটকে পারফর্ম করলেন মৌসুমী হামিদ। নাটকের নাম ‘নায়িকা’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। ঈদুল আজহার দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিটে ‘নায়িকা’ প্রচার হবে বাংলাভিশনে। ‘এখানে দুজনে’ গানটিতে মৌসুমী হামিদের সঙ্গে দেখা যাবে নাঈমকে। নির্মাতা সুমন আনোয়ার জানালেন, সালমান শাহকে স্মরণ করে নাটকে গানটি যুক্ত হয়েছে। তিনি আরো বলেন, ‘নাটকে গল্পের প্রয়োজনে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌসুমী হামিদকে। মনে হবে নাটকের ভেতর সিনেমার শুটিং দেখানো হচ্ছে। সিনেমার পেছনের অনেক গল্পই এতে তুলে আনা হয়েছে।’

মৌসুমী হামিদ বলেন, ‘নাটকটিতে চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছি আমি। এর গল্প গড়ে উঠেছে বাংলা চলচ্চিত্রের বেশ কিছু বিষয়বস্তু নিয়ে। কিছুটা সিনেমাটিক বিষয় থাকবে। দর্শকদের গল্পটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৭ ১১:২৮ পূর্বাহ্ণ