১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

করণ জোহর কিং খান কন্যা সুহানাকে বলিউডে আনছেন

বিনোদন ডেস্ক:

করণ জোহরের হাত ধরে এবার নাকি বি- টাউনে আসছেন সুহানা খান। সম্প্রতি এমনই গুঞ্জন বি- টাউনে কান পাতলে শোনা যাচ্ছে। বলিউডে শাহরুখ কন্যার ডেবিউ নিয়ে ইতোমধ্যেই পারদ চড়তে শুরু করেছে । সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুহানা খানকে দেখে সবার মাথা ঘুরে যায়। একজন হেয়ার স্টাইলিশ এবং মেকআপ আর্টিস্ট নিয়ে ল্যাকমেন উইকে হাজির হন কিং খান কন্যা। এরপর যে লুক নিয়ে সবার সামনে আসেন সুহানা, তা দেখে প্রত্যেকের চোখ চড়কগাছ হয়ে যায়। এরপরই শোনা যায়, করণ জোহরের অফিস থেকেই নাকি ওই হেয়ার স্টাইলিশ এবং মেকআপ আর্টিস্ট পাঠিয়ে সাজিয়ে তোলা হয় সুহানাকে। তবে এ বিষয়ে মুখ খোলেননি করণ জোহর কিংবা শাহরুখ খান। তবে শাহরুখ খান কিন্তু বার বার জানিয়েছেন, আরিয়ান কিংবা সুহানা, কারো ক্যারিয়ার নিয়েই তিনি কোনো জবরদস্তি করবেন না। ওদের যদি মনে হয় অভিনয় করার কথা, তাহলেই তারা নাকি অভিনয় করতে আসবেন। তবে, পড়াশোনা শেষ না করে আরিয়ান, সুহানা বলিউডে আসুক, তা কখনওই চান না বলেও শাহরুখ খান বার বার স্পষ্ট করেছেন।

তবে হঠাৎ করে করণ জোহর কেন সুহানা খানকে ধর্মা প্রোডাকশন থেকে লঞ্চ করাচ্ছেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতোমধ্যেই শ্রীদেবী কন্যা জাহ্নবীকে বড় ব্রেক দিচ্ছেন করণ। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের সিক্যুয়েলে শ্রীদেবী কন্যাকে করণ নিয়ে আসছেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে বলিউডের আরেক স্টার কিড অর্থাৎ সাইফ কন্যা সারা ইতোমধ্যেই পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে বি- টাউনে ডেবিউয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ