২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

নায়করাজের দুই সিনেমা বলাকায়

বিনোদন ডেস্ক:

রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ড নায়করাজ রাজ্জাককে স্মরণ করে দুটি সাড়া জাগানো সিনেমার প্রদর্শনীর  আয়োজন করেছে। এছাড়া প্রেক্ষাগৃহটি দুদিন বন্ধ থাকবে। মঙ্গলবার প্রদর্শিত হবে ‘সোহাগ’। এতে রাজ্জাকের পাশাপাশি অভিনয় করেছেন ববিতা, শাবানা ও বুলবুল আহমেদ। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক সাইফুল আজম কাশেম। পরদিন প্রদর্শিত হবে রাজ্জাক ও ববিতা অভিনীত ‘মানুষের মন’। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা মেহমুদ।

বলাকা সিনেওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ছবি দুটি। এছাড়া ঈদের আগের দুদিন ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর রাজ্জাক স্মরণে বলাকা সিনেওয়ার্ল্ড বন্ধ রাখা হবে। বলাকা ছাড়াও নায়করাজের আলোচিত সিনেমা প্র্রদর্শন করছে রাজধানীর মধুমিতা হল ও নারায়ণগঞ্জের গুলশান হল। ২১ আগস্ট বিকেলে রাজ্জাক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ২৩ আগস্ট সকালে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান তিনি। এরপর সহকারী পরিচালক হিসেবে ঢাকার রূপালি জগতে পা রাখেন তিনি। বেশ কিছু সিনেমায় ছোটখাট চরিত্রে অভিনয়ও করেন। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমায় নায়ক হিসেবে তার অভিষেক হয়। এরপর একে একে তিনশটির মতো সিনেমায় অভিনয় করেন

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ