১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫৩

স্মিথকে শুরুতেই উপড়ে ফেললেন মিরাজ

স্পোর্টস ডেস্ক:

দিনের মাত্র তৃতীয় ওভারেই সাফল্য। মেহেদী হাসান মিরাজ পথের সবচেয়ে বড় কাঁটা স্টিভেন স্মিথকে বোল্ড করে দিয়েছেন। বাংলাদেশ ৩৩ রানেই অস্ট্রেলিয়ার চার উইকেটে ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

মুশফিকুর রহীমের দল প্রথম দিনে বাংলাদেশে ২৬০ রানের জবাবে বিকেল বেলাতেও অসিদের তিন উইকেট তুলে নিয়েছিল। এশিয়ার মাঠে অস্ট্রেলিয়ানদের হয়ে সবচেয়ে যিনি ভালো খেলেন সেই স্টিভেন স্মিথ উইকেটে ছিলেন বলেই ভরসা পাচ্ছিল সফরকারীরা, আর শঙ্কা ছিলো বাংলাদেশের। মিরাজ সেই শঙ্কা দূর করতে খুব বেশি সময় নিলেন না। ইনিংসের ১২তম ওভারের শেষ বলটি ফ্লাইটেড করেছিলেন। তা খেলতে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন স্মিথ। পায়ের ব্যবহার বাড়িয়ে করতে চেয়েছিলেন ড্রাইভ। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক বলটিতে ব্যাট লাগাতে পারেননি। সোজা গিয়ে তার ষ্টাম্প উপড়ে ফেলে। ৩৩ রানেই পতন হয় অস্ট্রেলিয়ার ৪ নম্বর উইকেটের। স্মিথ ১৬ বলে মাত্র ৮ রান করেই ফিরেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৭ ১১:০৪ পূর্বাহ্ণ