১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

নেইমার চুক্তিটা করেছিলেন বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক:

নেইমারের দলবদল যেন রহস্যের এক মহাকাব্য। যার পরতে পরতে লুকিয়ে রহস্য। একেকটি অধ্যায় শেষে একের পর এক বিস্ময়কর তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল প্যারিসে নয়, নেইমার পিএসজির সঙ্গে চুক্তিটা করেছিলেন বার্সেলোনায় থাকতেই!

নেইমার বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে নাম লিখিয়েছেন। গত ৩ আগস্ট, প্যারিসে চুক্তিটা হয়। এতোদিন এমনটাও জানতে বিশ্ব। কিন্তু বিশ্ববাসীর সেই জানাটা ভুল! নেইমার আসলে গোপনে চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন আরও অনেক আগেই, বার্সেলোনায় থাকতেই। তাহলে ৩ আগস্ট, বিশ্বজুড়ে টেলিভিশন চ্যানেলগুলোতে যে নেইমারের চুক্তিপত্রে স্বাক্ষরের ভিডিও দেখানো হলো? সেটা ছিল এক ধরনের আইওয়াশ! আসলে বার্সেলোনায় বসে গোপনে চুক্তি করলেও চুক্তিপত্রে স্বাক্ষরের মুহূর্তটি ভিডিও করে রাখা হয়। ৩ আগস্ট আনুষ্ঠানিক চুক্তির নামে দেখানো হয় সেই ভিডিও! এতোদিন পর সেই গোপন রহস্য উদঘাটন করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক দ্য মার্কা। অপেক্ষা করুন। দলবদলের ইতিহাসটাই বদলে দেওয়া নেইমারের দলবদলের রহস্য নাটকের আরও অনেক অজানা তথ্যই হয়তো মিলবে ভবিষ্যতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১২:২৫ অপরাহ্ণ