১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

বলিউড মুখ খুলল রাম রহিমের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক:

ভারতে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং দোষী প্রমাণিত হওয়ার পর দুই রাজ্যজুড়ে চলা তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৩৬ জনের। একজন ধর্ষকের জন্য হওয়া এই হিংসার প্রতিবাদে মুখ খুলেছে বিভিন্ন মহল। বলিউডও পিছিয়ে নেই। বলি তারকারা রায় ঘোষণার পর থেকেই একের পর এক টুইট করে চলেছেন। সেখানে কোথাও রয়েছে বিচারপতির প্রতি অকুণ্ঠ সমর্থন, তো কোথাও রয়েছে ডেরা সমর্থকদের হিংসার পথ ছেড়ে দেওয়ার আবেদন।  টুইঙ্কল খান্না তার টুইটে লেখেন- আমরা অনেকটা সূর্যমুখী ফুলের মতো। ঠিক যেভাবে সূর্যের দিকে মুখ করে থাকে সূর্যমুখী, আমরাও আলোর আশায় এই সমস্ত ভণ্ড বাবাদের কাছে ছুটে যাই। কিন্তু মুশকিলটা হল আমরা হেলো আর আসল আলোর তফাৎ করতে পারি না। হেলো আসলে আলোর কারসাজি, আলোর উৎস নয়।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২৭, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ