১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

অ্যান্ড্রয়েডের দখলে ৮৭ % স্মার্টফোন

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

তরুণ প্রজন্মের হাতে হাতে এখন স্মার্টফোন। এসব স্মার্টফোনের ৮৭.৭ শতাংশই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে। অন্যদিকে আইওএস অপারেটিং সিস্টেমের দখলে রয়েছে মাত্র ১২.১ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে সারা বিশ্বে বিক্রি হওয়া স্মার্টফোনের ওপর জরিপ চালিয়ে এ তথ্য জানিয়েছে গার্টনার। তাদের তথ্য মতে, গত প্রান্তিকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩৬ কোটি ৬২ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে। যা আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রায় ৬.৭ শতাংশ বেশি। এ ছাড়া বিশ্বে ভারত, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় স্মার্টফোনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিক্রি বেড়েছে বলেও জানানো হয়েছে।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘ওরিও’ উন্মুক্ত করেছে গুগল। শিগগিরই বাজারে আসতে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোনে সংস্করণটি ব্যবহারের সুযোগ মিলবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ