১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

টাঙ্গাইলে ইয়াবাসহ দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের কালিহাতীতে ৮৫০ পিস ইয়াবাসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। উপজেলার বল্লা বড়বাড়ী থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- কালিহাতী উপজেলার বল্লা বড়বাড়ীর মোহাম্মদ আলী মাস্টারের বড় ছেলে শফিকুল ইসলাম (৩৩) এবং তার ছোট ছেলে মফিজুর রহমান (৩১)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ভাইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ