২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৬

অসাম্যের রাত

শিল্পসাহিত্য ডেস্ক:

আজো একদল মানুষের রাতের ঠিকানা

নাগরিক ল্যাম্পপোষ্টের সংকির্ণ তলদেশ।

এখনো  কিছু মানুষের খাদ্যের উৎস।

দামী হোটেলের উচ্ছিষ্ট।

দামী উচ্ছিষ্টেই তৃপ্ত হয়

সাধারন রাতের আনন্দ।

অথচ প্রতিদিন এইসব সংগ্রামী মানুষদের

উদ্ভাসিত সবপ্নে

শুরু হয় দিন।

বেড়ে উঠে সুন্দর হয় সভ্যতা।

মুখরিত  হয় পৃথিবীর রাত।

সুঠাম বাহু আর শক্ত পেশির মানুষরাই

অবিশ্রান্ত পরিশ্রমে  তৈরি করে

রাতের ক্যাসিনোর আলোসজ্জা।

মধুচক্রের শোভিত নারীর উড়না, ব্রা।

তোমাদের উদ্যোম নাচের ডায়াস।

অথচ তোমাদের আনন্দমুখর রাতে

এইসব  সংগ্রামী মানুষদের সন্তানেরা

ক্ষুধায় করে হাপিত্যাশ।

বিমর্ষ পিতার ফ্যালফ্যাল চোখের ভাষা

বুঝে সুবোধ বাচ্ছারাও ব্যাঙ্গ করে সভ্যতাকে

করে তীব্র অভিমান…

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১২:০৩ অপরাহ্ণ