১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

একক সংগীতানুষ্ঠান ‘চিরদিনের সাবিনা’

বিনোদন ডেস্ক:

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান। ‘চিরদিনের সাবিনা’ শিরোনামের অনুষ্ঠানে জীবন্ত এ কিংবদন্তির ১০টি গান শোনা যাবে। বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘চিরদিনের সাবিনা’। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক সুরথ কুমার সরকার জানান, ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় বিশেষ এ আয়োজন প্রচার হবে। প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু।

২০ আগস্ট বিকেলে সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানটির রেকর্ডিংয়ে অংশ নেন। ‘চিরদিনের সাবিনা’ উপস্থাপনা করেছেন বিশিষ্ট লেখক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। গানের পাশাপাশি তারা নানা বিষয়ে আড্ডাও দেন। উঠে এসেছে এ শিল্পীর সংগীতজীবনের উল্লেখযোগ্য প্রসঙ্গ।

অনুষ্ঠানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গত বছর রোজার ঈদে বিটিভিতে সংগীত পরিবেশন করেছিলাম। এক বছর পর আবারো বিটিভি আয়োজিত অনুষ্ঠানে গাইলাম। অনুষ্ঠানের সেট ডিজাইন ভালো লেগেছে। সার্বিক আয়োজনও বেশ ভালো ছিল।’

অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো হলো— একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমি রজনীগন্ধা ফুলের মতো, ওরে ও পরদেশী,  প্রেম যেন মোর গোধূলি বেলা,  একটুস খানি দেখো, এই মন তোমাকে দিলাম, আমার ভাঙা ঘরে ভাঙা চালা, গীতিময় সেইদিন চিরদিন এবং ও আমার রসিয়া বন্ধুরে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১০:৩৯ পূর্বাহ্ণ