১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

মান্নার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিল আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসার জন্য বিদেশে যেতে চাওয়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের প্রতি এ নির্দেশ দিয়েছেন আদালত।

 তবে চিকিৎসা শেষে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে ওই পাসপোর্ট ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতের ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দীন ফকির।

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ