বিনোদন ডেস্ক:
ভূমিকম্পের পর এবার বন্যায় বিধ্বস্ত নেপাল। মনীষা নিজের জন্মভূমির মানুষগুলোর পাশে দাঁড়াতে বন্যাকবলিত নেপালে উড়ে গেলেন। টুইটারে মনীষা সেখানকার মানুষের অবস্থার কথা লিখে দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রীর মন ভারাক্রান্ত আজকের নেপালকে দেখে। দেশটি বছর খানেক আগে ভূমিকম্পে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায়। এবার বন্যার থাবা। মনীষা ইউএনএফপিএর দলের সঙ্গে উদ্ধারকাজে সাহায্য করতে নেপাল উড়ে গেছেন। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, ২০১৫ সালে ভূমিকম্পে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছিল, জখম হয়েছিলেন ১৪ হাজার ১২৩ জন। এবছর ১৮ আগস্ট পর্যন্ত বন্যা ও ধসে নেপালে ১২০ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন নিখোঁজ। বৃষ্টিতে ৬ লক্ষ মানুষের জীবন বিপর্যস্ত।
দৈনিকদেশজনতা/ আই সি