১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

রিচি মা হলেন

বিনোদন ডেস্ক:

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান ফের মা হলেন। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রিচির কন্যা হয়েছে। নাম রাখা হয়েছে ইলমা রায়া মালিক। নির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে মা ও নবজাতকের ছবি প্রকাশ করেছেন। তিনি জানান, বর্তমানে রিচি ও নবজাতক দুজনই সুস্থ আছে। তাদের আরো কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে। সবার কাছে দোয়া চেয়েছেন রিচি ও তার স্বামী।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি রিচির বিয়ে হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা রাশেকুর রহমান মালিকের সঙ্গে। ২০১০ সালের অক্টোবরে এ দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। তার নাম রায়ান রিদোয়ান মালিক। মাঝে শোনা গিয়েছিলেন বিচ্ছেদে যাচ্ছেন এ দম্পতি। পরে এক ভিডিও কনফারেন্সে রাশেকুর রহমান জানান, গুঞ্জনটি ভিত্তিহীন। ১৯৯৮ সালে বেগম মমতাজের রচনায় ফারুক ভূইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে রিচির মিডিয়ায় অভিষেক ঘটে। এরপর এ অভিনেত্রীকে অনেক জনপ্রিয় নাটকে দেখা যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ