২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৩

কমেডি সম্রাট জেরি লুইস এর মৃত্যু

বিনোদন ডেস্ক:

কমেডি সম্রাট জেরি লুইস চলে গেলেন । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১। জানা গেছে বেশকিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ইতিমধ্যেই তার এজেন্ট মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে হলিউডে। ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ১৯৫০ থেকে হলিউডে দাপিয়ে কাজ করছেন লুইস। তিনি একাধিক সম্মানের পাশাপাশি লিজন ডি’অনার (Legion d’honneur) পুরস্কার পেয়েছেন। ডিয়েন মার্টিন ও জেরি লুইসের জুটি এক সময়ে দাপিয়ে ছিল হলিউড। জুটিতে তারা ১৭ টি ছবি করেছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য  দ্য স্টজ (The Stooge), লিভিং ইট আপ অ্যান্ড থ্রি রিং সার্কাস(Living it Up and Three Ring Circus)।

এছাড়া দর্শকদের সিনডারফেলা(Cinderfella), দ্য বেলবয় অ্যান্ড দ্য নাটি প্রফেসর( The Bellboy and The Nutty Professor) ছবিতে জেরির অভিনয় মন কেড়েছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ