২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৬

অচেনা শহরে প্রকাশিত হলো

বিনোদন ডেস্ক:  

বাবর বখতের কথায় অমিত করের সুর ও সংগীতে প্রকাশ হয়েছে মিশ্র অ্যালবাম ‘অচেনা শহরে’। অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ। রোববার জি সিরিজের ইউটিউব চ্যানেলে অ্যালবামটির যুকবক্স প্রকাশ করা হয়েছে। অ্যালবামটি সাজানো হয়েছে প্রবীণ ও নবীন আট শিল্পীর গান দিয়ে। ‘অচেনা শহরে ঠাঁই দিয়েছিলে যারে সে আজ তোমাকে বড় বেশি মিস করে’— এমনই কথার অ্যালবামের নাম শিরোনামের গানটি গেয়েছেন ফাহমিদা নবী। অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, কাজী শুভ, কিশোর দাশ, পুলক, রাজীব ও স্বরলিপি। গানগুলো হলো— ‘তুমি মিষ্টি করে’, ‘অচেনা শহরে’, ‘তোমার চোখের কাজল’, ‘পাপ পূণ্য’, ‘মৃত্যু আমায় দিও’, ‘ফিরে আসব’, ‘বিশ্বাসেতে যে পাখি’ ও ‘নদীর ঢেউয়ে’। অমিত বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু উপহার দিতে। এই গানগুলোতেও সেই প্রচেষ্টার ছোঁয়া পাবেন শ্রোতারা। কথা, সুর ও গায়কি সবকিছু শ্রোতাদের ভালো লাগবে।’ এর আগে অমিত করের সুর-সঙ্গীতে প্রকাশ হয়েছে মিশ্র অ্যালবাম ‘উড়ো চিঠি’ ও ‘প্রেম মানে না কাঁটাতার’। অ্যালবাম দুটি সাজানো হয়েছিল দেশের জনপ্রিয় শিল্পীদের গানে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ