১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

অধ্যক্ষ লাঞ্ছিত করায় শিক্ষকদের ক্লাস বর্জন

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালাকে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ছাত্র সংসদের সাবেক জিএস তরিকুল ইসলাম সরদারসহ কয়েকজন ছাত্রলীগ নেতা অধ্যক্ষ সর্বানন্দ বালাকে লাঞ্ছিত করেব। এ ঘটনায় রোববার কলেজটির শিক্ষক পরিষদ একটি জরুরি সভা ডাকে। সভা থেকে এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জনের ঘোষণা দেন।

অধ্যক্ষ সর্বানন্দ বালা বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কলেজে একটি আলোচনা সভার আয়োজন করি। তরিকুলসহ কতিপয় ছাত্রলীগ নেতারা এই আলোচনা সভা আয়োজনের দায়িত্ব নিতে চেয়েছিল। যেহেতু কলেজে বর্তমানে কোনো ছাত্র সংসদ নেই। তাই আমরা তাদের দায়িত্ব দেইনি। এ কারণে তরিকুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। অভিযুক্ত তরিকুল ইসলাম সরদার বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে শিক্ষকরা কলেজে কোনো কর্মসূচি পালন করেনি। এ বিষয় সর্ম্পকে আমি অধ্যক্ষ স্যারের কাছে জানতে চাইলে আমার বিরুদ্ধে এই মিথ্যা অপবাদ দেয়। আমি স্যারকে কেন লাঞ্ছিত করতে যাব?’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ