ধর্ম ডেস্ক:
‘জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশন’ বাংলাদে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ২৪ আগস্ট কুরআন তেলাওয়াত মাহফিল ও বিশ্বসেরা হাফেজ ও প্রবীণ হাফেজদের অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্বসেরা হাফেজ ও প্রবীণ হাফেজদের সংবর্ধনার ৪র্থ উদ্যোগ এটি। জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর আগেও ৩ বার হাফেজে কুরআনদের সংবর্ধনা দিয়েছেন। এবারের ১১ জন বিশ্বজয়ী তরুণ হাফেজে কুরআন ও ৫ জন প্রবীন হাফেজকে দেয়া হবে। এ অনুষ্ঠান ও কুরআন তেলাওয়াত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ এম এ তাহের। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রতিথযশা আলেম মাওলানা উবায়দুর রহমান খান নদভী। সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত হাফেজদের উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসান, হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী, হাফেজ মাওলানা আবদুল আলীম। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন, কাতারের প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের নব নিযুক্ত বাংলাদেশি খতিব প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রবীণ হাফেজদের মধ্যে যারা উপস্থিত থাকবেন তারা হলো- হাফেজ তোফাজ্জল হোসেন, হাফেজ মাহফুজুল হক, হাফেজ জামালুদ্দীন, হাফেজ মুশতাক আহমদ, হাফেজ মাওলানা ইলিয়াস। অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজদের মধ্যে যারা কুরআন তেলাওয়াত করবেন তারা হলো- হাফেজ ত্বরিকুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ আবদুল্লাহ আল আমুন, হাফেজ আবদুল আখের, হাফেজ সাইফুল ইসলাম ত্বকি, হাফেজ ইয়াকুব হোসেন তাজ, হাফেজ সিফাতুল্লাহ, হাফেজ সুলাইমান হাওলাদার, হাফেজ আহমাদ আবদুল্লাহিল আযহার, হাফেজ নাজিরুল্লাহ, হাফেজ তানভির আহমদ। জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা নায়েব আলী বলেন, বাংলাদেশি হাফেজগণ বিশ্বের বিভিন্ন দেশে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে চলছে। তারা দেশ এবং দশের গৌরব। কুরআনের এ আলোকবির্তকা কিশোর, তরুণ ও প্রবীণদের উৎসাহ প্রদানই এ ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য।
দৈনিকদেশজনতা/এন এইচ