নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহার পদত্যাগ নয়, দেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশের প্রকৃত বানভাসিরা ত্রাণ পাচ্ছে না উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, অথচ আওয়ামী লীগ নেতাদের ত্রাণ কার্যক্রম দেখলে মনে হয়, বন্যা দুর্গতদের সাহায্য নয়, দুর্গত এলাকায় গিয়ে বিএনপির বিরুদ্ধে বিষাক্ত বক্তব্য দেয়াই তাদের প্রধান কাজ।
তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পরে সংকিত হয়ে পড়েছে আওয়ামী লীগ। তাই তারা বিচার বিভাগকে চাপে রাখতে নানামুখি তৎপরতা চালাচ্ছে। বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠকে প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে কিনা- এটি নিয়ে চারদিকে মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
প্রেস ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর