১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

বন্যাদুর্গতের জন্য ব্যয় করব কোরবানীর টাকা

বিনোদন প্রতিবেদক:

কোরবানীর জন্য রাখা ১ লাখ টাকা এবার বন্যাদুর্গতের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানী- মৌসুমী। শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী এ কথা জানান।

দেশের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যাদুর্গতের সহায়তায় অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সানী বলেন, কোরবানি হল ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। কোরবানীতে শুধু মাংস বিলালেই ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না।

সানী বন্যাদুর্গতের সহায়তার জন্য অন্যান্য তারকাদের এগিয়ে আসার আহ্বান জানান। এজন্য তিনি একটি ফান্ড গঠন করারও তাগিদ দেন। আর এই উদ্যোগ নিয়ে কোন ধরনের রাজনীতি না করতেও তিনি সকলের প্রতি অনুরোধ করেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ৮:৪৮ অপরাহ্ণ