১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

বাঞ্ছারামপুরে রাস্তা বন্ধ করে অবরোধ যানযট তিন কিলোমিটার

আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আজ শনিবার সকাল ১১ টা হতে ১ টা পযর্ন্ত দুর্গারামপুর ওভার ব্রীজের গোড়ায় সকল গাড়ী,সি এন জি,ট্রাক,নসিমন,বাস, মাইক্রোবাস আটক করে উপজেলা শ্রমীকলীগ নেতা ও ড্রাইভারগন।খোজ নিয়ে জানা যায় যে,আজ সকাল ১০ টা সময়ে ছয়ফুল্লাকান্দি বাজারে সিএনজি ও পিকআপ ব্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে ড্রাইভার দের সাথে হাতা হাতি হয়। পরে পিকআপ ব্যান এর মালিক মো. উজ্জল মিয়া মটর সাইকেলে আসে দুর্গারামপুর ওভার ব্রীজের গোড়ায়। ড্রাইভার মো. কালন মিয়া সামনে পেয়ে তাকে অনেক মারধর করে। তার গাড়ীর চাবি নিয়ে যায়। আহত কালন মিয়াকে স্থানিয় জনতা উদ্ধার করে। সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।এখবর শ্রমীক লীগের কাছে পৌছালে ড্রাইভার ও শ্রমীকলীগ নেতা মিলে ঢাকা টু মোরাদনগর রাস্তায় (দুর্গারামপুর এর ওভার ব্রীজের গোড়ায় ডিজিটাল হাসপাতালের সামনে) শ্রমীক আন্দোলন করে ১ ঘন্টা রাস্তা বন্ধকরে রেখে অবরোধ করে। এতে ৩ কিলোমিটার রাস্তা জ্যাম হয় আছাদ নগর হতে বাশগারি পর্যন্ত । পরে খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার তদন্ত ওসি মো. সাব্বির আহম্মেদ এর নেতৃতে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং তাদের কে আইনের আওতায় এনে বিচার করা হবে জানান সাব্বির আহম্মেদ।

দৈনিকদেশজনতা/এন এইচ

 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ৯:০৩ অপরাহ্ণ