স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশে এসে ১১ বছর আগে চট্টগ্রাম টেস্টে মাইকেল হাসি খেলেছিলেন ১৮২ রানের ইনিংস। নাইটওয়াচম্যাচ জেসন গিলেস্পির সঙ্গে ৩২০ রানের জুটি গড়েছিলেন। ফতুল্লায় বাংলাদেশ অসিদের কাঁপিয়ে দিলেও চট্টগ্রামে হাসিরা হাবিবুল বাশারের দলকে নিয়ে করেছিলেন ছেলেখেলা। এক যুগ পর দিন পাল্টেছে, হাসি নিজেও জানেন টাইগারদের নিয়ে ছেলেখেলার দিন আর নেই। উত্তরসূরিদের সতর্ক করে বললেন, বাংলাদেশ এখন একটি চ্যালেঞ্জ।
বাংলাদেশ আগে খেলতে নামার আগেই হেরে বসত। গেল কবছরে আমূল পাল্টেছে সে মানসিকতা। প্রথমে ওয়ানডেতে দেখিয়েছে জেতার মনোভাব। গেল দুবছর থেকে মুশফিকরা টেস্টেও জেতার জন্যই মাঠে নামেন। হাসির এই বদল নজর এড়িয়ে বলছেন, ‘ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উপর বিশ্বাসটা রাখতে হয়, যদি মনে করেন আপনি জিততে পারেন তবে অর্ধেক কাজই হয়ে যায়। বাংলাদেশের এই জায়গায় ঘাটতি ছিলো, কিন্তু তারা এটা কাটিয়ে উঠেছে। বেশ কয়েকজন ক্রিকেটার অনেক বছর থেকেই একসাথে খেলছে।’ অস্ট্রেলিয়াকে অনেক সাফল্য এনে দেওয়া হাসি বলেন, ‘তাদের ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব আছে। খুব ভালো একটি সিরিজ হবে।’
২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তার আগে তারা ২২ তারিখ থেকে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে । সিরিজের শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর থেকে বন্দরনগরী চট্টগ্রামে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

